এই সংখ্যার প্রতিটি লেখা আমাদের চেনা জীবনেরই অনুপম প্রতিচ্ছবি। সম্পর্কের জটিলতা, আত্মমর্যাদার দ্বন্দ্ব, মৃত্যু ও দায়িত্ববোধ—সব মিলিয়ে এখানে উঠে এসেছে সমাজের অন্তর্নিহিত বাস্তবতা। লেখাগুলোর ভাষা সরল হলেও, বয়ানে লুকিয়ে আছে গভীর প্রশ্ন। এই সংখ্যার পাতায় চোখ রাখলে পাঠক খুঁজে পাবেন জীবনের সেই অংশ, যা আমরা অনেক সময় বুঝেও না বোঝার ভান করি।
এই সংখ্যায় যাদের লেখা থাকছেঃ