চতুর্থ সংখ্যার সম্পাদকীয়
দুই পাতার আভাস এর নতুন সংখ্যায় আপনাকে স্বাগতম। পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় আমরা আবারও হাজির হয়েছি নতুন সংখ্যা নিয়ে। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো, সমাজের নানা অনুষঙ্গ, প্রকৃতির রূপ এবং মানুষের জীবনের গল্পই আমাদের দুই পাতার আভাসের মূল উপজীব্য।
আমরা বিশ্বাস করি, সমাজ ও সংস্কৃতির বিকাশে সচেতন ও মননশীল পাঠকগোষ্ঠীর ভূমিকা অপরিসীম। তাই পাঠকদের মতামত ও পরামর্শ আমাদের জন্য অমূল্য। আপনার ভাবনা ও পর্যালোচনা আমাদের আগামী সংখ্যাগুলো আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে।
চলুন, কাগজের পাতায় শব্দের খেলায় ডুব দিই এবং নতুন ভাবনার সন্ধানে যাত্রা শুরু করি।