Inhouse product
ডাটা শাকের উপকারিতা ও ঔষধি গুণাগুণ। শরীরের পক্ষে পুষ্টিকর এবং উপযোগী সব তত্ত্ব পাওয়ার জন্যে এবং ভিটামিন সি পাওয়ার জন্যে সবুজ শাক খাওয়া খুবই জরুরি। প্রায় সব শাকেই অ্যালকলি ক্ষারজ বা ক্ষার পদার্থ বেশি। সবুজ শাকের মধ্যে ডাটা শাকের আছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি অন্যতম শাক এবং দামেও সস্তা।